Wellcome to National Portal
Main Comtent Skiped

Upazila Ansar and VDP office at a glance

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের আওতাভূক্ত একটি অফিস। উক্ত কার্যালয়টির সদর দপ্তর ঢাকার খিলগাঁওে অবস্থিত। জেলা কার্যালয়ের নির্দেশনা মোতাবেক কার্যালয়টি কার্যাবলী সম্পন্ন করে থাকে। উক্ত কার্যালয়টি নির্বাচন,পূজাসহ সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায়  উপজেলার অবস্থানরত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদেরকে মোতায়েন করে থাকে। এছাড়াও উক্ত কার্যালয়ের অধীনে  আনসার গার্ড রয়েছে। আনসার সদস্যরা অঙ্গিভূত সংস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সার্বক্ষনিক নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। বর্তমানে কার্যালয়ে ০৩ জন স্থায়ী কর্মকর্তা/কর্মচারী রয়েছে। যারা নিরলস ভাবে তাদের   উপর অর্পিত দায়িত্ব পালন করে চলছে। এছাড়াও কার্যালয়ে ০১ জন স্বেচ্ছাসেবী আনসার কোম্পানী কমান্ডার ও ০১ জন স্বেচ্ছাসেবী সহকারী আনসার কোম্পানী কমান্ডার সহ  ১১৫ জন স্বেচ্ছাসেবী আনসার সদস্য রয়েছে ও ০১  জন  মহিলা আনসার প্লাটুন কমান্ডার ও ০১ জন মহিলা আনসার সহকারী প্লাটুন কমান্ডারসহ ৩২  স্বেচ্ছাসেবী মহিলা আনসার সদস্যা রয়েছে । প্রতিটি ইউনিয়নে ০১  জন  ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও ০১  জন ইউনিয়ন আনসার  সহকারী প্লাটুন কমান্ডার  সহ ৩২ জন স্বেচ্ছাসেবী আনসার সদস্য রয়েছে।  প্রতিটি ইউনিয়নে ০১  জন করে ইউনিয়ন ভিডিপি দলনেতা ও ০১  জন করে ইউনিয়ন ভিডিপি দলনেত্রী রয়েছে  ও পৌরসভার   প্রতিটি ওয়ার্ডে ০১ জন করে ওয়ার্ড ভিডিপি দলনেতা ও   ০১ জন করে ওয়ার্ড ভিডিপি দলনেত্রী রয়েছে । তারা প্রত্যেকে তাদের উপর অর্পিত দায়িত্ব অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষায়  ও আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা পালন করছে।   প্রত্যেকটি গ্রামে ৩২ জন করে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য ও  ৩২ জন করে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যা রয়েছে। যারা বাহিনী থেকে  মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষায়  ও আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখছে।